advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। সংক্রমণ প্রতিরোধে বন্ধ করা হয়েছে ইউরোপের প্রায় সব ফুটবল লিগ। এই তালিকায় রয়েছে স্প্যানিশ লা লিগাও। করোনা আতঙ্কে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আগেই। তবে এখন পুরো বার্সেলোনা স্কোয়াডই কোয়ারেন্টাইনে।

barca 1

আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি সান ও ডেইলি মিরর জানায়, মেসির পাশাপাশি পুরো বার্সা স্কোয়াডই রয়েছে কোয়ারেন্টাইনে। করোনার প্রভাবে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই কাতালান ক্লাবটি।

বার্সেলোনায় মেসির বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল এবং ইনডোর জিম আছে। অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মেসির প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না।

এর আগে করোনাভাইরাস আতঙ্কে পর্তুগালে অবস্থিত নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন রোনালদো। পর্তুগালের মাদেইরায় আটলান্টিক মহাসাগরের পাড়ে অবস্থিত তার বিলাসবহুল বাড়িতেও অনুশীলনের সব ব্যবস্থা আছে।

sheikh mujib 2020