advertisement
আপনি দেখছেন

এই মুহূর্তে বিশ্বের সব ফুটবলারের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন লিওনেল মেসি। ক্লাব থেকে আর্জেইন্টান তারকা যা বেতন পান তা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার মিলেও পান না। কিন্তু বেতনের হিসেবে যোজন-যোজন পার্থক্য থাকলেও বার্ষিক আয়ের দিক থেকে তিনজনই খুব কাছাকাছি আছেন।

mess neymar ronaldo 01

আবারো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হলেন বার্সেলোনা অধিনায়ক। সর্বোচ্চ অর্থ আয়ের এই লড়াইয়ে তার মূল প্রতিদ্বন্দ্বী রোনালদো। নেইমার হয়েছেন তৃতীয়। সোমবার রাতে বিশ্বব্যাপী সেরা ফুটবলারদের আয়ের হিসেবে প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী।

তাদের হিসেব অনুযায়ী এই মৌসুমে মেসির সর্বমোট আয় হচ্ছে ১৩ কোটি ১০ লাখ ইউরো। রোনালদোর আয় হতে যাচ্ছে ১১ কোটি ৮০ লাখ ইউরো। তিনে থাকা নেইমারও খুব কাছেই আছেন এই দুজনের। ব্রাজিলিয়ান সুপারস্টারের বার্ষিক আয় দাঁড়চ্ছে সাড়ে নয় কোটি ইউরো।

সম্ভাব্য আয়ের এই হিসেবটি করা হয়েছে তাদের বেতন-ভাতা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ ধেকে প্রাপ্ত অর্থের যোগফল দিয়ে। গত বছরের তুলনায় এ বছর তিনজনেরই আয় বেড়েছে। তখনও নেইমার-রোনালদোকে হারিয়েছিলেন মেসি। এবারো সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।