advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব প্রায় অচল হয়ে গেছে। স্থগিত হয়ে আছে ইংলিশ প্রিমিয়র লিগসহ প্রায়সব ধরনের খেলাধুলা। ফাঁকা এই সমটা কাজে লাগালেন সন হিয়ুং-মিন। সুযোগ বুঝে দেশের সেনা প্রশিক্ষণ নিলেন টটেনহাম হটস্পারের কোরিয়ান ফরওয়ার্ড।

tottenham star son heung min

অবশ্য অনেক আগেই এই প্রশিক্ষণ নিতে হতো হিয়ুং-মিনকে। দক্ষিণ কোরিয়ায় যুবক বয়সে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। ২০১৮ সালে দেশকে এশিয়ান গেমসের সোনা জিতিয়ে কিছুটা ছাড় পেয়েছিলেন হিয়ুং-মিন। ওই সময় তাকে প্রশিক্ষণ নেওয়ার ঝুঁকিতে যেতে হয়নি।

তাহলে হয়তো ফুটবল ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতো তার। দেশকে গর্বের উপলক্ষ্য এনে দেওয়ায় নিজের সুবিধা মতো প্রশিক্ষণ নেওয়ার ঐচ্ছিকতা দেওয়া হয়েছিল তাকে। করোনাভাইরাসের এই মহামারির সময় তা কাজে লাগালেন টটেনহাম তারকা। সোমবার রাতে হিয়ুং-মিনের সেনা প্রশিক্ষণ নেওয়ার খবরটি নিশ্চিত করেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

গত ফেব্রুয়ারিতে চোট নিয়ে মাঠের বাইরে চলে যান ২৭ বছর বয়সী ফরওয়ার্ড। আগামী মে মাসে তার ফেরার কথা রয়েছে। এই ফরওয়ার্ডের নির্বাসন শেষ হওয়ার পাশাপাশি প্রশিক্ষণও শেষ হবে। কারণ এক মাস প্রশিক্ষণ বাকি আছে তার। অবশ্য হিয়ুং-মিনের ২১ মাসের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নেওয়ার দরকার পড়েনি। তিনি নিচ্ছেন স্বল্প মেয়াদি প্রশিক্ষণ।