advertisement
আপনি দেখছেন

ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় দাপটের সঙ্গে রক্ষণদুর্গ সামলেছেন থিয়াগো সিলভা। তার ক্যারিয়ারে চলছে এখন শেষের শুরু। কিন্তু তার শেষটা বোধহয় প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে হচ্ছে না। মঙ্গলবার রাতে সিলভার পিএসজি ছাড়ার ইঙ্গিত দিলেন তার এজেন্ট পাওলো টনিত্তো।

psg defender thiago silva

ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমে। এরপর সিলভা কী করবেন? পিএসজির সঙ্গে চুক্তির নবায়ন করবেন নাকি প্যারিস ছেড়ে যাবেন? এমন প্রশ্নের উত্তেরে তার এজেন্ট টনিত্তো জানালেন, ‘যে কোনো কিছুই ঘটতে পারে।’

২০১১ সালে এসি মিলান ছেড়ে পিএসজিকে যোগ দেন সিলভা। পিএসজি ছেড়ে তিনি ফিরতে পারেন পুরনো ঠিকানা সান সিরোতে। এ প্রসঙ্গে মিলাননিউজকে সিলভার এজেন্ট টনিত্তো বলেছেন, ‘ফুটবলে যে কোনো কিছুই সম্ভব। কিন্তু আমরা অপেক্ষা করছি (করোনাভাইরাস) মহামারিতে কী হয়।’

সিলভার মিলানে ফেরার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘(এসি) মিলানে থিয়াগো সিলভার অনেক প্রশংসা আছে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বছরগুলো ওখানেই কেটেছে। সে জানে মিলানের সমর্থকরা তার প্রতি কতটা অনুগত।’

প্রসঙ্গত, পিএসজিতে প্রায় নয় বছরের ক্যারিয়ারে ছয়টি লিগ শিরোপা জিতেছেন সিলভা। সবমিলিয়ে ফরাসি ফুটবলে ১৪টি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টারব্যাক।