advertisement
আপনি দেখছেন

বার্সেলোনার সঙ্গে চুক্তির নবায়ন করবেন না লিওনেল মেসি। ২০২১ সালে ন্যু ক্যাম্প ছাড়বেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র। শুক্রবার এমন খবরই দিয়েছে স্প্যানিশ রেডিও কাদেনা সের। এই গুঞ্জন ধরে মেলতে শুরু করেছে ডালপালা। স্প্যানিশ কয়েকটা গণমাধ্যম এরই মধ্যে দাবি করল, ম্যানচেস্টার সিটি যোগাযোগ শুরু করেছে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে।

lionel messi pep guardiola fc barcelona

সিটিতে আছেন মেসির পুরনো কোচ পেপ গার্দিওলা। বার্সার সাবেক এই কোচ নাকি আর্জেন্টাইন তারকাকে ইংলিশ ফুটবলে আনতে চাইছেন। তাই মেসির কাছে চুক্তির শর্তাবলি জানতে চেয়েছেন স্প্যানিশ কোচ। আপাতত মেসির উত্তরের অপেক্ষায় আছেন সিটিজেনদের প্রধান কোচ। দুইয়ে দুইয়ে চার মিললেই গুরু-শিষ্যের পুনর্মিলনী দেখা যেতে পারে ইতিহাদ চত্বরে।

এই মৌসুমজুড়ে উত্তপ্ত হয়ে আছে বার্সার অন্দর মহলের আবহ। বিভিন্ন ইস্যুতে দলটিতে দেখা গেছে মতবাদ। যেসবের কেন্দ্রবিন্দুতে মেসি। এমনকি দলের ব্যর্থতার দায়ও এককভাবে বর্তাচ্ছে তার ওপর। কোচদের ব্যর্থতার দায় অনেকটাই আড়াল হয়ে যাচ্ছে তাতে। এরপরই ফুঁসে উঠেছেন মেসি; গণমাধ্যমে ভারপ্রাপ্ত কোচ কিকে সেতিয়েনের তীব্র সমালোচনা করেছেন মেসি।

leonel mess iniesta vs chelsea

বার্সার অভ্যন্তরীণ কোন্দল শুরু থেকেই নজরে রেখেছে ম্যানচেস্টার সিটি। কাতালানদের পর্যবেক্ষণের কারণ মেসিকে যেভাবেই হোক বাগিয়ে আনা। কয়েক মাস আগে বার্সা ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে যখন মেসির বিবাদ হয়েছিল তখনও নাকি আর্জেন্টাইন তারকার সঙ্গে যোগাযোগ করেছিলেন সিটি কোচ গার্দিওলা। অবশ্য ২০২১ সাল এখনো অনেক দূরের পথ। মেসির বার্সা ছাড়া জল্পনা তো এবারই প্রথম দেখা যায়নি। দেখা যাক ভবিষ্যতে কী হয়।

sheikh mujib 2020