advertisement
আপনি দেখছেন

সাম্প্রতিক সময়ে ইমানুয়েল লোপেজ এবং এরিক ওলহাটসের মন্তব্য হতবাক করে দেয় বার্সেলোনা ফ্যানদের। তাদের দাবি, লিওনেল মেসির একনায়কতন্ত্রের স্বীকার ন্যু ক্যাম্পের সবাই। এমনকি আর্জেন্টাইন তারকার জন্য নিয়মিত একাদশে সুযোগ পান না আতোয়ার গ্রিজম্যান। এই ফরাসি তারকা অবশ্য এসব বিষয় অস্বীকার করলেন। তিনি বলছেন, ‘কাতালান অধিনায়কের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো।’

antoine griezmann messi 2020আতোয়ার গ্রিজম্যান ও লিওনেল মেসি

গ্রিজম্যান জানালেন, এরিকের উদ্দেশ্য ভালো নয়। মেসির সাথে আমার সম্পর্ক খারাপ করার জন্যই এমন মন্তব্য করেছে সে, ‘নিজের বোনই আমার এজেন্ট। সে তো কিছু বলে না। পরিবারের অন্য সদস্যরাও এসব নিয়ে মুখ খোলে না। এরিকের মন্তব্যটা মনগড়া, ভিত্তিহীন। ও মেসির সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিতে চাইছে। যা বর্তমানে খুবই ভালো। অধিনায়কের সাথে আমার কোনো ঝামেলা নেই। আমি তাকে শ্রদ্ধা করি।’

ওলহাটসের মতো গ্রিজম্যানের চাচা ইমানুয়েল লোপেজও মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তার দাবি, বার্সাতে মেসি নিজের স্বাধীনতায় চলেন। বোর্ড কর্তাদের কথা মানেন না। অন্য খেলোয়াড়দের ওপর নিজের প্রভাব খাটান। দলীয় অনুশীলনেও বেশ উদাসীন। সেই সাথে নিয়মিত ম্যাচ খেলান না তার ভাতিজাকে।

messi new twoলিওনেল মেসি

লোপেজের দাবি, ‘গ্রিজম্যান বার্সায় গিয়ে প্রথমেই ভালো করতে পারবে না, সেটা জানতাম। তাই বলে এত সময় লাগবে বুঝতে পারিনি। পুরো মৌসুমজুড়েই সে লড়াই করলো। মেসির পাশে খেলাটা তার জন্য কঠিন। ন্যু ক্যাম্পে কী হয় তা আমার জানা আছে।’

অথচ গ্রিজম্যান বলছেন, তাদের কারও সাথে কথাই বলেন না তিনি। এমনকি যোগাযোগও নেই, ‘এরিক কিংবা লোপাজের সাথে আমার কোনো কথা হয় না। ওদের কারও ফোন নাম্বার পর্যন্ত নেই।’

sheikh mujib 2020