কোপা ইতালিয়ায় গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে মুখোমুখি হয় এসি মিলান এবং ইন্টার মিলান। সে ম্যাচের পর থেকে ইব্রাহিমোভিচের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনছেন অনেকেই। এই ইস্যুতে এবার সুইডিশ তারকার পাশে দাঁড়ালেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।
ইব্রাহিমোভিচ
‘মিলান ডার্বি’ নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ সব সময়ই একটু বেশিই থাকে। তবে গত মঙ্গলবার মাঠের খেলাকে ছাপিয়ে স্পট লাইটের আলোয় চলে আসে ইব্রাহিমোভিচ এবং রোমেলু লুকাকুর মধ্যকার বিরতির আগে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা।
বাকবিতণ্ডা চলার সময় ইব্রা লুকাকুকে নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করেন, সংশ্লিষ্টদের মতে সেসব বর্ণবাদের শামিল। যদিও এই স্ট্রাইকার ম্যাচে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। সেই সাথে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, ‘আমার কাছে বর্ণবাদের কোনো স্থান নেই। আমরা সবাই একই জাতি। সবাই সমান।’
পল পগবা
ইব্রার এক সময়ের সতীর্থ পগবা। সাবেক বন্ধু সম্পর্কে আছে বেশ ভালো ধারণা। তাই তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনায় রীতিমতো অবাক হলেন এই ফরাসি তারকা ফুটবলার। টুইটারে তিনি লেখেন, ‘ইব্রা বর্ণবাদী? তিনি আমাকে খুব ভালোবাসেন। আসুন তাকে নিয়ে কৌতুক করা বন্ধ করি।’