advertisement
আপনি দেখছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে চাইলে জয়ের কোন বিকল্প ছিলো না ম্যানচেস্টার ইউনাউটেডের জন্য। তবে সে ধারা অব্যাহত রাখতে পারলো না তারা। গতকাল স্ট্যাম্পফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসির সাথে গোলশূন্য ড্র করেছে ওলে গুনার সুলশারের শিষ্যরা।

man utd vs chelseaগোলশূন্য ড্র হয়েছে ম্যানইউ বনাম চেলসির ম্যাচ

গত ম্যাচে নিউক্যাসলকে হারানো ম্যানইউ এদিন প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের কোন পরীক্ষা নিতে পারেনি। ডেভিড ডি গিয়ার কল্যাণে ম্যাচের ৪৮ মিনিটে বেঁচে যায় তারা। ৬১ মিনিটে স্কট ম্যাকটমিনের শট লক্ষ্যে না থাকায় টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি সফরকারীদের।

চেলসির সাথে ড্র করায় শিরোপার লড়াই থেকে আরও একধাপ পিছিয়ে গেল ম্যানইউ। ২৬ ম্যাচ থেকে ১৪ জয়, আট ড্র এবং চার পরাজয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তারা। সমান ম্যাচ খেলে ১৯ জয়, পাঁচ ড্র ও দুই পরাজয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের নগর প্রতিদ্বন্ধী ম্যানচেস্টার সিটি।