advertisement
আপনি দেখছেন

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল তারা। লা লিগার শিরোপা জেতার জোরালো কোনো সম্ভাবনাও নেই।

ronald koeman 3রোনাল্ড কোম্যান

এমতাবস্থায় বার্সায় রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছে। তবে কাতালানদের হেড কোচ জানালেন, এসব নিয়ে ভাবছেন না তিনি। গণমাধ্যমকে কোম্যান বলেন, ‘জানি এই ধরনের প্রশ্ন এবং চাপ মোকাবেলা করতেই হবে। এসব কিভাবে মোকাবেলা করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি না।’

কোপা দেল রের ফাইনালে আজ অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। সেভিয়ার মাঠ লা কার্তুজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। তার আগে কোম্যান বলছেন, এই ম্যাচটি জিতলে বা হারলে কি হতে পারে সেটা সম্পর্কে তিনি অবগত আছেন।

কোম্যান বলেন, ‘আমি ম্যাচের আগেই জানি যে, এই ম্যাচে হারলে কি হবে এবং জিতলে কি হবে। আজ আমাকে আমার ভবিষ্যত নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হলো। বিষয়টা মেনে নিতে হচ্ছে। তবে এগুলোর সঙ্গে আমি একমত নই। যদিও প্রশ্নগুলো অদ্ভুত, তবুও এটা আমার চাকরি।’

barcelona logo 11

কোম্যান কখনই আশা করেননি, বার্সাতে চাকরির জন্য প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই কিছুটা বিরক্তিবোধ করছেন সাবেক এই ডাচ তারকা খেলোয়াড়, ‘এটা কিছুটা বিরক্তিকর যে আমাকে এই ধরনের প্রশ্নের জবাব দিতে হচ্ছে। ফাইনালটি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ, শিরোপা জয়ের সুযোগ সবসময়ই দারুণ। সবটুকু শক্তি দলের জন্য ব্যয় করে যেন আমরা শিরোপা জিততে পারি।’