advertisement
আপনি দেখছেন

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএলের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেছিল নিউক্যিাসল ইউনাইটেডের বিপক্ষে। ফেররান তরেসের হ্যাটট্টিকে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলারর শিষ্যরা।

new castle vs city

ঘরের মাঠে প্রথমার্ধে সিটির সাথে সমানে সমান লড়াই করেছে নিউক্যাসল। যেখানে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর স্বাগতিকরা এগিয়ে গিয়েছিলো। তবে তরেসের অতিমানবীয় পারফরম্যান্সের কারণে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে লিগ চ্যাম্পিয়নরা।

এমিল ক্রাফত ২৫ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে নেন। ৩৯ মিনিট সিটিকে সমতায় ফেরান জোয়াও ক্যানসেলো। ৪২ মিনিটে তরেস জালের দেখা পেলে লিড নেয় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান জোলিনটন।

জোসেফ উইলকের গোলে ৬২ মিনিটে ফের এগিয়ে যায় নিউক্যাসল। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪ এবং ৬৬ মিনিটে লক্ষ্যভেদ করেন তরেস। দুইবার পিছিয়ে থেকেও হারের মুখ দেখতে হয়নি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টদের।

৩৬ ম্যাচে ২৬ জয়ে সিটির সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছে লেস্টার সিটি।