advertisement
আপনি দেখছেন

মাওরিসিও পচেত্তিনোর অধীনে গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানের শিরোপা হাতছাড়া করেছে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। এরপরও এই আর্জেন্টাইন কোচের সাথে এক বছরের নতুন চুক্তি করেছে ক্লাবটি। পিএসজির সাথে নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি পচেত্তিনো নিজেও।

mauricio pochettinoমাওরিসিও পচেত্তিনো

টমাস টুখেলকে বরখাস্ত করার পর গত জানুয়ারিতে নেইমার-অ্যাঞ্জেল ডি মারিয়াদের ক্লাসের হেড মাস্টার হিসেবে পচেত্তিনোকে নিয়োগ দেয় পিএসজি। প্রথমে ২০২২ সালের জুন পর্যন্ত দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। এবার নতুন চুক্তিতে ২০২৩ সালের জুন পর্যন্ত ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটিতে থাকবেন পচেত্তিনো।

পচেত্তিনোর পাশাপাশি অন্যান্য কোচিং স্টাফদের সাথেও চুক্তি নবায়ন করেছে পিএসজি। লিগ ওয়ান জায়ান্টদের সাথে নতুন চুক্তির পর পচেত্তিনো বলেন, ‘পিএসজির সাথে নতুন চুক্তি হয়েছে। আমি নিজের এবং কোচিং স্টাফের সকল সদস্যদের কথা ভেবে অনেক খুশি।’

psg logo

গত মৌসুমে ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছিল পিএসজি। আরও ভালো কিছু অর্জনের জন্য পচেত্তিনো এবার নিজেদের সেরাটা দিতে চান, ‘পিএসজি কী করতে চায় সেটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সেরাটা দেবো, যেন সমর্থকরা ক্লাবটির জন্য গর্বিত হন।’

এক সময় পিএসজিতে খেলেছেন পচেত্তিনো। এখন কোচের দায়িত্ব পালন করছেন। বিষয়টা তাই স্বপ্নের মতো মনে হচ্ছে তার কাছে, ‘বিশ বছর আগে আমি পিএসজির অধিনায়ক ছিলাম। এখন কোচের ভূমিকায় আছি। এটা আমার কাছে বাস্তব স্বপ্ন।’

পচেত্তিনোর সাথে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বসিত পিএসজির মালিক নাসের আল খেলাইফি, ‘পচেত্তিনোর সাথে আরও এক বছরের চুক্তি করতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত। ওর কোচিংয়ের ভালো ভবিষ্যৎ আছে। এটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’