advertisement
আপনি দেখছেন

লা লিগার নিয়মের বেড়াজালে আটকে বার্সেলোনার সাথে নতুন চুক্তি করতে পারেননি লিওনেল মেসি। পাড়ি জমিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে। প্রিয় ক্লাব ছেড়ে প্যারিসে যেতে হবে সেটা হয়তো কখনও ভাবেননি আর্জেন্টিনার অধিনায়ক।

messi and pochettinoলিওনেল মেসি এবং মাওরিসিও পচেত্তিনো

বার্সার সাথে সম্পর্ক শেষ হওয়ার পর মেসিকে পাওয়ার চেষ্টা করেছিল বেশ কয়েকটি ক্লাব। শেষ হাসি হেসেছে পিএসজি। দলটির হেড কোচ মাওরিসিও পচেত্তিনো জানালেন, ছয়বারের ব্যালন ডি অর জয়ীকে পাবেন, সেটা তিনিও ভানেনি, ‘মেসিকে সই করাতে পারব সেটা আমি ভাবিনি। সুযোগ এসে যাওয়ায় সবকিছু খুব দ্রুত হয়ে গেল।’

মেসির প্রশংসা করে পিএসজি কোচ বলেন, ‘মেসিকে নিয়ে কিছু বলার জন্য আমি হয়তো উপযুক্ত ব্যক্তি নই। আরও অনেকে আছেন যারা মেসিকে আরও সুন্দর ও সঠিক শব্দ দিয়ে বর্ণনা করতে পারবেন। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’

‘মেসি এবং আমার মধ্যে অনেক মিল। আমরা দুজনই আর্জেন্টাইন, রোজারিওতে জন্মেছি, একই ক্লাবেরও (নিওয়েলস ওল্ড বয়েজ) সমর্থক। প্রতিপক্ষ দলে খেললেও তার প্রতি অনেক শ্রদ্ধা ছিল। এখন একই দলে আছি। আশা করি, দুজন মিলে পিএসজির লক্ষ্য অর্জনে সচেষ্ট হবো।’ যোগ করেন পচেত্তিনো।