advertisement
আপনি দেখছেন

দুর্দান্ত ফর্মে আছেন রবার্তো লেভানডফস্কি। প্রায় প্রতি ম্যাচেই বায়ার্ন মিউনিখের জয়ে অবদান রাখছেন। এসব বিষয় বিবেচনা করে এই তারকা স্ট্রাইকারকে দলে পেতে চান লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। এমনটাই জানিয়েছে ফিসাজেস ডটকম।

kloop and lewandowaskiরবার্তো লেভানডফস্কি এবং ইয়ুর্গেন ক্লপ

চলতি মৌসুমের দলবদল শেষ হয়েছে গত ৩১ আগস্ট। ফিসাজেসের দাবি, আগামী মৌসুমে লেভাকে দলে পেতে মরিয়া হয়ে আছেন ক্লপ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে অলরেড কর্মকর্তাদের সাথে আলোচনাও করেছেন এই জার্মান কোচ।

লেভার সাথে ক্লপের সম্পর্ক পুরনো। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের কোচিং করিয়েছেন তিনি। সেখানে ছাত্র হিসেবে পেয়েছিলেন এই পোলিশ তারকাকে। তাই লক্ষ্য অর্জনে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় ৫৪ বছর বয়সী ক্লপের।

চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন লেভা। যেখানে একটি হ্যাটট্রিকসহ করেছেন মোট পাঁচ গোল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে গতকাল স্প্যানিশ লা লিগা জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে একবার জালের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।