advertisement
আপনি দেখছেন

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়েছিলেন এদের মিলিতাও, যেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। কারণ জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে চোট পেয়েছেন এই তারকা সেন্ট্রাল ডিফেন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

eder militaoএদের মিলিতাও

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গত ১১ অক্টোবর কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। এস্তাদিও মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত ম্যাচটিতে ডান পায়ের পেশিতে চোট পান মিলিতাও। এরপর ২৩ বছর বয়সী ফুটবলারকে তুলে নিতে বাধ্য হন সফরকারী দলের হেড কোচ তিতে।

মিলিতাওয়ের চোট গুরুতরই বলা চলে। আগামী ২০ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলতে পারবেন না। এমনকি ২৪ অক্টোবর ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিতব্য মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সাবেক সাও পাওলো তারকাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ রিয়াল মাদ্রিদের জন্য।

মিলিতাওয়ের ইনজুরি বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির জন্য। চোটের কারণে এমনিতেই মাঠের বাইরে আছেন ফারল্যান্ড মেন্দি। এই ফরাসি তারকার পরিবর্তে লেফট ব্যাকে জর্ডি আলবাকে ব্যবহার করছেন আনচেলত্তি। এবার মিলিতাওয়ের অনুপস্থিতিতেও বিকল্প কিছু ভাবতে হবে লস ব্লাঙ্কোস বসকে।