advertisement
আপনি পড়ছেন

চলমান মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে নিজেদের দাপট না দেখাতে পারায় ইতোমধ্যে বেশ কয়েকটি পরাজয়ের সঙ্গী হয়েছে তারা। জুটছে নিন্দুকের সমালোচনা। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, এসব সমলোচনা ভাবায় না তাকে।

ronaldo man utd 3ক্রিশ্চিয়ানো রোনালদো

দীর্ঘ দেড় যুগের অভিজ্ঞতা থাকায় ভক্তদের অবস্থান নিয়ে ভালো ধারণা আছে রোনালদোর। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল টটেনহাম হটস্পারকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগীজ অধিনায়ক বলেন, ‘সমালোচনা আমাকে ভাবায় না। দীর্ঘ ১৮ বছর ধরে ফুটবল খেলছি। তাই অনেক কিছুই জানি। লোকে একদিন বলবে আমরা নিখুঁত। অন্যদিন বলবে আমরা কিছুই পারি না।’

‘আমি জানি, সমালোচনার কবলে পড়তেই হবে। মানুষ যখন পাশে থাকে এবং প্রশংসা করে তা সব সময়ই দারুণ কিছু। আবার কখনও বাজে সময় পার করতে হয়। জীবনটা আসলে এমনই। এসব কিছু পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হয়। টটেনহামের বিপক্ষে আমরা সেটা করতে পেরেছি।’ যোগ করেন রোনালদো।

manu comfortable winগতকাল টটেনহামকে হারিয়েছে ম্যানইউ

গত ২৪ অক্টোবর লিভারপুলের কাছে ৫-০ ব্যবধানে হেরেছে ম্যানইউ। টটেনহামের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দিনে একটি গোল করেন রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার জানালেন, দলের প্রতি আত্মবিশ্বাস ছিল তার, ‘অপ্রত্যাশিত ফলাফলের পর আমাদের কঠিন একটি সপ্তাহ পার করতে হয়েছে। দল কিছুটা চাপে এবং হতাশায়। সবকিছুর পরও জানতাম আমরা এর জবাব দিতে পারবো।’

টটেনহামের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে রোনালদো বলেন, ‘টটেনহামের বিপক্ষে আমাদের শুরুটা ভালো হয়েছে। আমার কাজ অভিজ্ঞতা দিয়ে, গোল করে এবং সতীর্থদের অ্যাসিস্ট করে দলকে সহায়তা করা। ম্যাচে সেটা ভালোভাবেই করতে সক্ষম হয়েছি। আমাদের পারফরম্যান্স অবিশ্বাস্য ছিল।’