বর্তমান সময়ের সেরা পাঁচ ফরোয়ার্ডের তালিকায় অবলীলায় জায়গা পাবেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত গতি এবং চোখ ধাঁধানো সব দক্ষতায় ফুটবল বিশ্বে নিজেকে আলাদাভাবে হাজির করেছেন এই ফরাসি তারকা। এবার সেরাদের সেরা হতে এমবাপ্পেকে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি ছাড়ার পরামর্শ দিলেন এসি মিলানের সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচ।
মেসি, নেইমার ও এমবাপ্পে
মোনাকো ছেড়ে ২০১৮ সালে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। ২০২২ সালের জুন মাসে দুই পক্ষের মধ্যে চুক্তি শেষ হবে। এরপর বিনা ট্রান্সফার ফিতে যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। তার আগেই গত গ্রীষ্মে তাকে নিজেদের করে পেতে অনেক চেষ্টা করেছে স্প্যানিশ লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ‘এমবাপ্পেকে আমার অনেক পছন্দ। সে স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করে। লড়াইয়ের মানসিকতার জন্য তাকে প্রস্তুত হতে হবে। এমন সব খেলোয়াড়দের সাথে খেলতে হবে যারা তাকে বলবে, সে সেরা নয়, তাকে আরও ভালো পারফর্ম করতে হবে।’
সেরাদের তালিকায় এমবাপ্পের পাশাপাশি আর্লিং হল্যান্ড ও নিজেকে রাখলেন ইব্রাহিমোভিচ, ‘শীর্ষ দশ খেলোয়াড়ের তালিকায় থাকবে এমবাপ্পে। বেশ কিছু খেলোয়াড় আছেন যারা দীর্ঘদিন ধরে সেরাদের তালিকায় নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন। এদের মধ্যে হল্যান্ড ও ইব্রাহিমোভিচ অন্যতম। বাকিদের নাম বলতে চাচ্ছি না।’