চলতি মৌসুমে হারের বৃত্তে আটকে আছে টটেনহাম হটস্পার। সবশেষ গত ৩০ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজয়বরণ করে স্পার্সরা। এর জেরে এবার চাকরি হারালেন দলটির হেড কোচ নুনো এসপিরিতো সান্তোস এবং তার সকল স্টাফ। এক বিবৃতিতে টটেনহাম বিষয়টি নিশ্চিত করেছে।
নুনো সান্তোস
গত জুনে টটেনহাম ছাড়েন জোসে মরিনহো। সাবেক পর্তুগীজ তারকা মিডফিল্ডারের স্থলাভিষিক্ত হিসেবে নুনোর সাথে দুই বছরের চুক্তি করে উত্তর লন্ডনের দলটি। কিন্তু মাত্র চার মাস যেতেই সাবেক ভ্যালেন্সিয়া কোচকে বরখাস্ত করল টটেনহাম।
নুনোর আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন টটেনহামের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও প্যারাতিসি। তিনি বলেন, ‘নুনো একজন সত্যিকারের ভদ্রলোক এবং এখানে সর্বদা ওকে স্বাগত জানানো হবে। আমরা তাকে এবং তার কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।’
২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে মাঠে নেমেছে টটেনহাম। সমান পাঁচটি করে জয় এবং পরাজয়ে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অবস্থান করছে টেবিলের আট নম্বরে। লিগে আগামী ৭ নভেম্বর এভারটনের বিপক্ষে মাঠে নামবে তারা।