বার্সেলোনার সঙ্গে দেড় যুগেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে এই মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা সুপারস্টারের এই দলবদল নিয়ে আলোচনা-সমালোচনা, উদ্বেগ-উৎকণ্ঠা, বিতর্ক কিংবা রোমাঞ্চ কম হয়নি। তার শূন্যতা এখন হাড়ে হাড়ে ভোগাচ্ছে কাতালানদের।
মেসিকে ধরে রাখতে চেয়েছিল বার্সেলোনা। ছয়বারের বর্ষসেরা ফুটবলারও থেকে যেতে চেয়েছিলেন ন্যু ক্যাম্পে। কিন্তু দুই পক্ষের চাওয়া আটকে যায় স্প্যানিশ ফুটবলের আর্থিক জটিলতা। কিন্তু প্রিয় ক্লাবের জন্য অর্ধেক বেতনেও খেলতে রাজি ছিলেন মেসি। এবার জানা গেল আরো বড় খবর।
আর্জেন্টিনা অধিনায়ক নাকি বিনা পারিশ্রমিকেই বার্সায় থাকতে চেয়েছিলেন। কিন্তু বার্সার তরফ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এনিয়ে স্পোর্টকে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'আমি সবকিছুই বলতে পারতাম। আমাকে বিনা পারিশ্রমিকে খেলার কথা জিজ্ঞেসও করা হয়নি।'
মেসি যোগ করেন, 'আমাকে কেবল অর্ধেক পারিশ্রমিকে খেলার কথা বলেছিল তারা। কোনো আপত্তি ছাড়াই আমি তাতে রাজি হয়েছি। আমরা ক্লাবটিকে সহায়তা করতে চেয়েছিলাম। আমার এবং আমার পরিবারের ইচ্ছে ছিল বার্সেলোনায় থেকে যাওয়ার। ওই সময়ে কেউ আমাকে বিনা টাকায় খেলার কথা বলেননি।'
বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সরাসরি প্রস্তাব না দেওয়ায় কষ্ট পেয়েছেন মেসি। তার হতাশা বাড়িয়েছে লাপোর্তার অসংলগ্ন কথাবার্তা। মেসি বললেন, 'আমার মনে হয় সভাপতি যা বলেছেন তা অনুচিত। এটা আমাকে কষ্ট দিয়েছে। আমার মনে হয় এসব তিনি না বললেও পারবেন। এ কারণে মানুষের মধ্যে যে জল্পনা দেখা দিয়েছিল আমি সত্যিই এটার দাবিদার ছিলাম না।'