advertisement
আপনি পড়ছেন

রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করে গত গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে যোগ দেন সার্জিও রামোস। তবে কিছুতেই প্যারিসের ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামতে পারছিলেন না। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। ফরাসি লিগ ওয়ানে গতকাল সেন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ঠিকানায় অভিষেক হয়েছে স্প্যানিশ তারকা ডিফেন্ডারের। এদিন তার দলও জিতেছে ৩-১ ব্যবধানে। 

sergio ramos psg 3পিএসজিতে অভিষেক হয়েছে রামোসের

রিয়াল মাদ্রিদে টানা ১৬ বছর কাটিয়ে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখান রামোস। দুই পক্ষের মধ্যে দুই বছরের চুক্তি হয়েছে। তবে ইনজুরির কারণে শুরু থেকেই মাঠের বাইরে ৩৫ বছর বয়সী ফুটবলার। এমনকি গুঞ্জন উঠেছিল, পায়ের পেশির চোট থেকে সুস্থ না হওয়ায় রামোসের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে পিএসজি।

সব গুঞ্জন পেছনে ঠেলে পেশাদার ক্যারিয়ারের চতুর্থ ক্লাবের হয়ে নিজের অভিষেক হওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন রামোস। হাল না ছেড়ে পিএসজি ম্যানেজম্যান্টের অনুমতির বাইরে গিয়ে নিজ উদ্যোগে অনুশীলন করতে দেখা গেছে তাকে। চলতি মাসের শুরুর দিকে উপস্থিত হন দলীয় অনুশীলনেও। ম্যাচের জন্য পুরোপুরি ফিট হওয়ায় প্রথমবারের মতো গত ২৫ নভেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের স্কোয়াডে এই সেন্টার ব্যাককে ডেকেছিলেন পিএসজির হেড কোচ মাওরিসিও পচেত্তিনো।

psg vs ettienসেন্ট এতিয়েনকে হারিয়েছে পিএসজি

সেন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশেই ছিলেন রামোস। প্রতিপক্ষের মাঠ জিওফরয় স্টেডিয়ামে নিজের অভিষেকটা জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক। ২৩ মিনিটে ড্যানিশ বোয়ানগা স্বাগতিকদের এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিএসজিকে সমতায় ফেরান মারকুইনহোস। ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এতিয়েনের জালে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মারকুইনহোস।