২০০০-০১ মৌসুমের পর ফের চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের বাধা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গতকাল বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা। এই পরাজয়কে শিক্ষা হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন কাতালানদের হেড কোচ জাভি হার্নান্দেজ।
জাভি হার্নান্দেজ
শেষ ষোলর টিকিট কাটতে হলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বার্সার জন্য। কিন্তু সেটা করে দেখাতে পারেনি তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে কিছুটা প্রাণবন্ত দেখা গেলেও ম্যাচের আয়ু বাড়ার সাথে সাথে কোথায় যেন হারিয়ে যেতে থাকে সার্জিও বুসকেটস, মেম্ফিস ডিপেই, জেরার্ড পিকেরা।
জাভি মনে করেন, অতীত বিবেচনা করে দুর্দান্ত ফুটবল খেলা উচিত বার্সার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পেনের সাবেক তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের নিজেদের কাছ থেকে আরও কিছু দাবি করতে হবে। কারণ আমরা বার্সেলোনা। খেলায় গতিশীলতা এবং অন্যান্য অনেক কিছু পরিবর্তন করা দরকার। এজন্য বায়ার্ন মিউনিখের কাছে পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।’
দ্বিতীয় লেগেও বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে বার্সেলোনা
বায়ার্ন মিউনিখের কাছে হারায় শীর্ষ লিগ থেকে অবনমন হয়েছে বার্সার। তারা খেলবে ইউরোপা লিগে। বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে কাতালান বসের, ‘আমরা সবসময় প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে চাই এবং পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেটা হয়নি। আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।’
সবকিছুর পরও বর্তমান বাস্তবতা মেনে নিচ্ছেন জাভি, ‘এটাই আমাদের বাস্তবতা। আমরা ভালো পরিস্থিতির মধ্যে নেই। মর্যাদার সাথে সব পরিস্থিতির মোকাবিলা করছি। এটা আমাকে বিরক্ত করে। আমাদের খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। এর কোনো বিকল্প নেই।’