মাঠের খেলাকে বিদায় বলার পর ফিফার দূত হয়ে আফ্রিকান ফুটবল উন্নয়নের কাজে জড়িত ছিলেন কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো। এবার পেলেন আরও বড় দায়িত্ব। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ।
বার্সায় খেলার সময় মেসির সাথে দারুণ সখ্যতা ছিল ইতোর
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচনের জন্য গতকাল ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এই নির্বাচনে প্রার্থী ছিল মোট সাতজন। তবে নির্বাচনের দিন সকালে হঠাৎ পাঁচ প্রার্থী নিজেদের সরিয়ে নেন।
পাঁচজন সরে দাঁড়ানোয় ইতোর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেবল সেইদু এমবোমবো। সদ্য সাবেক এই সভাপতি পয়েছেন ৩১ ভোট। তাকে হারিয়ে জয়লাভ করা ইতো বার্সা ছাড়াও পেশাদার ক্যারিয়ারে ইন্টার মিলান, চেলসি, এভারটনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। নির্বাচনে সাবেক এই ফরোয়ার্ড পেয়েছেন ৪৩ ভোট।
ক্যামেরুনের মাটিতে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশন্স কাপ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় সেই ফুটবল টুর্নামেন্ট দিয়েই ক্যারিয়ারের নতুন পথচলা শুরু করবেন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সার হয়ে মাঠ মাতানো ইতো।