আরও একটি হতাশাময় ম্যাচ পার করেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় গত রাতে দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ওসাসুনার সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচে অভিজ্ঞদের তুলনায় তরুণ খেলোয়াড়রা কাতালানদের হয়ে অনেক ভালো পারফর্ম করেছেন। এ অবস্থায় অভিজ্ঞদের নিয়ে বেশ চিন্তিত দলটির হেড কোচ জাভি হার্নান্দেজ।
ড্র করে মন খারাপ জাভির
এল সাদার স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে বার্সাকে এগিয়ে নেন নিকো গঞ্জালেস। দুই মিনিট পর ডেভিড গার্সিয়া ওসাসুনাকে সমতায় ফেরান। ৪৯ মিনিটে ১৯ বছর বয়সী মরক্কোন ফরোয়ার্ড আবদে ইজালজুলি গোল করলে ফের সফরকারীরা এগিয়ে যায়। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে এজেকুয়েল আভিলা জালে বল জড়ালে এক পয়েন্ট পায় জাগোবা আরাসাতের দল।
শুরুর একাদশে থাকলেও প্রত্যাশা মেটাতে পারেননি লুক ডি ইয়ং, উসমান ডেম্বেলে, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতির মতো খেলোয়াড়রা। জাভি মনে করেন, প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে অভিজ্ঞদের ধারাবাহিকতা ধরে রাখার কোনো বিকল্প নেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কিংবদন্তি খেলোয়াড় বলেন, ‘আবদে, গভিরা ও নিকো অসাধারণ খেলেছে। তারা কঠিন মুহূর্তে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
বার্সার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন নিকো, গভিরা, ইজালজুলিরা
‘তরুণ খেলোয়াড়রা পার্থক্য তৈরি করে দিচ্ছে। এটা হজম করা খুব কঠিন। বিষয়টার ইতিবাচক এবং নেতিবাচক- দুই দিকই আছে। বুঝতে হবে তারা তরুণ, সবসময় দুর্দান্ত পারফর্ম করতে পারবে না। অন্য খেলোয়াড়দেরও ভালো করতে হবে। ভালো কিছুর জন্য আমাদের সবাইকে একে অপরের কাছ থেকে আরও বেশি দাবি করতে হবে।’ যোগ করেন জাভি।