বড়সড় একটা সাইক্লোন বয়ে গেল লিডস ইউনাইটেডের ওপর দিয়ে। ইতিহাদ স্টেডিয়ামে খেলতে এসে গোলের মালা নিয়ে ঘরে ফিরল দলটি। মঙ্গলবার রাতে লিডসকে ডেকে এনে ৭-০ গোলে চূর্ণ করল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পেপ গার্দিওলার দলের এটা ১৭তম জয়।
লিডসকে ৭-০ গোলে চূর্ণ করেছে সিটি
রাজসিক এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান অটুট রাখল সিটিজেনরা। ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট হলো তাদের। দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে চার বেশি। অল রেডরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। চারে থাকা ওয়েস্টহাম ইউনাইটেডের সংগ্রহ ২৮ পয়েন্ট।
এক পয়েন্ট পিছিয়ে তালিকার পাঁচে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকল আর্সেনাল। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লন্ডনের আরেক ক্লাব টটেনহাম হটস্পার। সিটির মাঠে উড়ে যাওয়া লিডস ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে আছে।
ইংলিশ লিগে গার্দিওলার অধীনে ৫০০তম গোলের দেখা পেয়েছে সিটি
গোলবন্যার ম্যাচে অবশ্য হ্যাটট্রিক করতে পারেননি সিটির কোনো ফুটবলার। দুটি গোল করেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। বাকি পাঁচ গোল ফিল ফোডেন, জ্যাক গ্রেয়ালিশ, রিয়াদ মাহরেজ, জন স্টোনস ও নাথান আকের। তবে জালের দেখা না পেলেও দুটি গোলে অবদান রেখেছেন ইকেই গান্ডোগান।
সিটি গোল উৎসবের ইঙ্গিত দিয়েছে প্রথমার্ধেই। এই অর্ধে তিনটি গোল করে গার্দিওলার দল। বিরতি থেকে ফিরে আরো চারটি। আট মিনিটে ফোডেনের গোলে যে ঝড় শুরু হয়েছিল ৭৮ মিনিটে সেটা থামান আকে। তবে প্রথম গোলেই দারুণ একটা মাইলফলক ছুঁয়ে ফেলেন সিটির প্রধান কোচ গার্দিওলা।
ইংলিশ লিগে স্প্যানিশ কোচের অধীনে ৫০০তম গোলের দেখা পেয়েছে সিটি। এটা লিগের ইতিহাসে কোনো কোচের দ্রুততম মাইলফলক। লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের এই মাইলফলক ছুঁতে ২৩৪ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেখানে গার্দিওলা ২০৭তম ম্যাচেই পৌঁছে গেলেন স্বপ্নের ঠিকানায়।