advertisement
আপনি পড়ছেন

ফরাসি লিগ ওয়ানে আজ বাংলাদেশ সময় রাত ২টায় ব্রেস্টের মোকাবেলা করবে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিতব্য সে ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাইকেল দের জাকারিয়ানের দলের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। এক বিবৃতিতে প্যারিসের জায়ান্ট ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।

messi psg sad 2লিওনেল মেসি

লিগে গত রোববার রাতে লিও’র বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। থিলো কেহেরের শেষদিকের করা গোলের কল্যাণে ১-১ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সে ম্যাচেও আর্জেন্টিনা জাদুকর মেসিকে স্কোয়াডে রাখেনি পিএসজির হেড কোচ মাওরিসিও পচেত্তিনো।

জন্মভূমি আর্জেন্টিনাতে নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন শেষে গত ২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হন মেসি। যদিও ৩৪ বছর বয়সী ফুটবলারকে বেশিদিন ভাইরাসটির নমুনা বয়ে বেড়াতে হয়নি। চারদিন পরই হন নেগেটিভ। এরপর কাল বিলম্ব না করে সেদিনই প্যারিসের বিমান চড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

বিবৃতিতে পিএসজি জানায়, করোনা নেগেটিভ হলেও বর্তমানে বিশ্রামে আছেন মেসি। ক্লাবের চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। আগামী সপ্তাহে দলে ফেরার সম্ভাবনা আছেন বার্সেলোনার সাবেক অধিনায়কের।