advertisement
আপনি পড়ছেন

আর্লিং হল্যান্ডকে নিজেদের করে নিতে আগ্রহ দেখাচ্ছে বেশ কয়েকটি ক্লাব। এই তারকা ফুটবলারের ভবিষ্যৎ কোথায় হবে, সে সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। ইতোমধ্যেই ভবিষ্যৎ নিয়ে ভাবতে হল্যান্ডকে চাপ দেওয়া শুরু করেছে বুরুশিয়া ডর্টমুন্ড। এই স্ট্রাইকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

erling haaland sadআর্লিং হল্যান্ড

রেড বুল সালসবার্গ থেকে ২০২০ সালে বুরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখান হল্যান্ড। বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের দাবি, ২১ বছর বয়সী ফুটবরারকে পেতে চায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো নামিদামি ক্লাবগুলো। এতদিন এ বিষয়ে নীরব ছিল জার্মান বুন্দেসলিগা জায়ান্টরা। এবার আগের প্রেক্ষাপট থেকে বের হয়ে এসেছে তারা।

নরওয়ের চ্যানেল ভিয়াস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘সম্মান দেখানোর কারণে গত ছয় মাস আমি ডর্টমুন্ডকে নিয়ে কিছু বলিনি। কিন্তু ক্লাব এখন ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে। আমি কেবল ফুটবলে খেলে যেতে চাই। ক্লাব আমাকে তাড়া দিচ্ছে। আমার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে বলছে। তাই এখন আমাকে শিগগিরই একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’

ক্লাবের চাপের কারণে খেলায় ভালোভাবে মনোযোগ দিতে পারছেন না হল্যান্ড, ‘আমরা মৌসুমের কঠির ধাপে আছি। সামনে অনেক ম্যাচ। শুরু থেকেই বলে আসছি যে, আমি ফুটবলে মনোযোগ দিতে চাই। কারণ এটা করতে পারলেই আমি সেরা অবস্থানে থাকি। কিন্তু এখন সেটা পারছি না।’