ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সেভিয়াতে যোগ দিচ্ছেন অ্যান্থনি মার্শিয়াল, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই গুঞ্জন সত্য হল। মৌসুমের বাকি সময়ের জন্য স্প্যানিশ ক্লাবটির হয়ে ধারে খেলবেন এই ফরাসি ফুটবলার। এক বিবৃতিতে সেভিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী জুন পর্যন্ত সেভিয়ার হয়ে খেলবেন মার্শিয়াল
গত গ্রীষ্মে জুভেন্টাস ছেড়ে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়াও আগে থেকেই ছিলেন ম্যাসন গ্রিনউড, অ্যান্থনি ইলাঙ্গা, এডিনসন কাভানিদের মতো ফরোয়ার্ডরা। সব মিলিয়ে একাদশে জায়গা পাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছিল মার্শিয়ালের। এজন্য ২৬ বছর বয়সী ফুটবলার নিজেই অন্য কোথাও যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন।
চলতি মৌসুমের প্রথম পর্বের প্রায় সব ম্যাচেই সাইডবেঞ্চে বসে কাটাতে হয়েছে মার্শিয়ালকে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুটি ম্যাচে রেডডেভিলদের শুরুর একাদশে ছিলেন তিনি। সবশেষ গত ২২ জানুয়ারি লিগে ওয়েস্টহামের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড।
ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান মার্শিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগেরে ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৬৯ ম্যাচ। যেখানে ৭৯ বার জালের দেখা পেয়েছেন এই ফুটবলার।