চার বছর, এক যুগ কিংবা দুই দশক নয়। কানাডার তিন যুগের অপেক্ষার অবসান হয়েছে। ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। কানাডিয়ানদের স্বপ্নপূরণের নায়ক আলফোনসো ডেভিস। কাতার বিশ্বকাপের বাছাইপর্বে অবিশ্বাস্য পারফর্ম করার পুরস্কার পাচ্ছেন তিনি।
আলফোনসো ডেভিস
কনকাকাফ অঞ্চলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভিস। বাছাইপর্বে পাঁচ গোল করেছেন তিনি। এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো আটটি। এর স্বীকৃতি পেলেন ডেভিস। তার অনবদ্য পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে কাতারের টিকিট কেটেছে কানাডা।
শেষবার ১৯৮৬ বিশ্বকাপে দেখা গিয়েছিল কানাডাকে। এবার কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে সবার আগে উতরে গেছে তারা। খুব স্বাভাবিকভাবেই এবারের আয়োজনে চোখ থাকবে কানাডার ওপর। বিশেষ করে, নজরে থাকবেন ডেভিসও।
মঙ্গলবার কনকাকাফ অঞ্চলের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হিসেবে ক্রিস্টাল ডানের নাম ঘোষণা করা হয়েছে। কনকাকাফ অঞ্চলের সদস্য দেশ, গণমাধ্যম এবং সমর্থকদের ভোটাভুটিতে জয়ী হয়েছেন ডেভিস এবং ডান। গত অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে রৌপ্যপদক এনে দিয়েছেন ডান। সেটার পুরস্কার পাচ্ছেন তিনি।