সম্প্রতি শোনা গিয়েছিল, চলমান মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন গঞ্জালো হিগুয়েইন। বিষয়টাকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। জানালেন, আপাতত এমন কোনো চিন্তাই নেই তার।
ইন্টার মিয়ামির জার্সিতে গঞ্জালো হিগুয়েইন
বাইরের কেউ নয়, সংবাদমাধ্যমে হিগুয়েইনের অবসরের বিষয়টা উঠে আসে তার বাবার দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করেই। সাবেক জুভেন্টাস তারকা এই ভুল বুঝাবুঝি পরিষ্কার করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলা এই স্ট্রাইকার জানিয়েছেন, ভালো পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।
জুভেন্টাস ছেড়ে ২০২০ সালের শেষদিকে ইন্টার মিয়ামিতে যোগ দেন হিগুয়েইন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে করেছেন ১৫ গোল। চলতি মৌসুমেও ভালো ফর্মে আছেন। এজন্য চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার।
জুভেন্টাসের জার্সিতে হিগুয়েইন
গণমাধ্যমকে হিগুয়েইন বলেন, ‘এটা বাবার সাথে আমার একটা ভুল বোঝাবুঝির ফল। আমি তাকে কখনও বলিনি যে অবসরে যাচ্ছি। তিনি ভুল বলতেই পারেন। এই মুহূর্তে আমি অবসর নিচ্ছি, এটা বাস্তবতার ধারেকাছেও নেই।’
‘আমি আমার মাঠের খেলায় পূর্ণ মনোযোগ দিচ্ছি। ক্লাবের সাথে যে চুক্তি আছে সেটা পূর্ণ করতে চাই। যখন অবসর নেওয়ার সময় হবে, তখন কেবল আমিই বিষয়টা খোলাসা করবো। অন্য কেউ নয়।’
মৌসুম শেষে না হলেও খুব বেশিদিন খেলা চালিয়ে যাবেন না, সেটাও পরিষ্কার করেছেন হিগুয়েইন, ‘হ্যাঁ, আমি অবসরের খুব কাছে অবস্থান করছি। তবে বিষয়টা নিয়ে এখনই কিছু ভাবছি না। ফুটবলে আমি অনেক ভালো বোধ করছি। একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হল- যখন অবসরের সময় হবে, আমি নিজেই সবাইকে জানাবো।’