advertisement
আপনি পড়ছেন

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার জেরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন গ্যারেথ বেল। এর প্রমাণ পাওয়া গেল আরও একবার। গতকাল লিগে গেতাফের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার সময় সমর্থকদের কাছ থেকে দুয়ো পেয়েছেন ওয়েলস উইঙ্গার। এ কঠিন সময়ে বেল পাশে পেয়েছেন হেড কোচ কার্লো আনচেলত্তি এবং মার্সেলো ভিয়েইরাকে।

gareth bale 2020সময়টা খারাপ যাচ্ছে গ্যারেথ বেলের

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ একাদশে ব্রাত্য হয়ে পড়েছেন বেল। আসন্ন গ্রীষ্মে ক্লাব ছাড়বেন এই উইঙ্গার, সেটা প্রায় নিশ্চিত। ২০১৩ সালে যে সম্মানের সাথে গ্যালাকটিকো শিবিরে যোগ দিয়েছিলেন, বিদায়ের আগ মুহূর্তে ঠিক ততটাই অপমানিত হচ্ছেন তিনি।

গেতাফের বিপক্ষে ম্যাচশেষে সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘বেলকে দুয়ো দেওয়া হয়েছে এটা সত্য। সে দারুণ পেশাদার একজন ফুটবলার। অনুশীলনে ভালো করছে। দলের প্রয়োজনে তাকে মৌসুমের শেষদিকে খেলানো হবে। এটা সমর্থকদের বোঝা উচিত।’

সতীর্থের সমর্থনে মার্সেলো বলেন, ‘আমরা বেলের পাশে আছি। ওর সময় খারাপ যাচ্ছে। এই ক্লাবে এর আগেও অনেকের সাথে এমন হয়েছে। এখানকার সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।’