advertisement
আপনি পড়ছেন

রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের সেরা সময় পার করছেন করিম বেনজেমা। প্রতিযোগিতা যেটাই হোক, মাঠে নামলেই স্কোরশিটে নাম তোলা এখন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে ফরাসি ফরোয়ার্ডের জন্য। নিজের দলে এমন একজন খেলোয়াড় পেয়ে খুশিতে আত্মহারা গ্যালাকটিকোদের হেড কোচ কার্লো আনচেলত্তি।

benzema and anchelottiবেনজেমার প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি

চলমান মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে সমান গোল করেছেন বেনজেমা। এরমধ্যে স্প্যানিশ লা লিগাতেই করেছেন সর্বোচ্চ ২৪ গোল। এর ধারেকাছে নেই কেউ। দ্বিতীয় স্থানে আছেন ভিনিচিয়াস জুনিয়র। বেনজেমার সতীর্থ এবং ব্রাজিলিয়ান উইঙ্গার জালে বল পাঠিয়েছেন ১৪ বার।

আজ এক সংবাদ সম্মেলনে বেনজেমার প্রশংসা করে রিয়াল বস বলেন, ‘বেনজেমা এমন একজন ফুটবলার, যে কিনা সতীর্থের কাছে বল চাওয়া, দেওয়া, শুট, রক্ষণাত্মক কাজসহ সব করতে পারে। বর্তমান সময়ে একজন ফরোয়ার্ডকে কেমন হওয়া উচিত, সে তার বড় উদাহরণ।’

আনচেলত্তি বলেন, ‘আগে আমাদের দলে রোনালদো, গ্যারেথ বেলদের মতো ফুটবলাররা ছিল। বর্তমান সময়ে আমরা বেনজেমার ওপর অনেক নির্ভরশীল, এটা সত্যি। এটা নিয়ে লুকানোর কিছু দেখছি না। আসল কথা হল, বেনজেমার ওপর নির্ভর করতে পেরে আমি অনেক খুশি।’