রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে যোগ দিয়েছেন সার্জিও রামোস। কিন্তু নতুন ঠিকানায় তার শুরুটা হলো বন্ধুর। ইনজুরি নিয়ে কয়েক দফা ছিলেন মাঠের বাইরে। আসা-যাওয়ার ফাঁকে এই মৌসুমে পিএসজির হয়ে মোটে সাতটি ম্যাচ খেলেছেন। অনেকেই তার ক্যারিয়ারের শেষটা এখন থেকেই দেখতে শুরু করেছেন। কিন্তু এ নিয়ে উদ্বিগ্ন নন রামোস।
পিএসজিতে সার্জিও রামোস
আপাতত অবসরের ভাবনা নেই তার মাথায়। পেশাদার ফুটবলে আরো চার-পাঁচ বছর খেলে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। গতকাল সোমবার ফ্রান্সের সাবেক ফুটবলার লুডোভিচ গুইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজি ডিফেন্ডার বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে যেতে চাই। এরপর হয়তো অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। আমি এখন প্যারিসে আছি; দুই বছর থাকব।’
দুই বছরের অর্ধেক প্রায় শেষ হতে চলেছে। কিন্তু ২০২৩ সালের মাঝপথেই বিদায় নিতে চান না রামোস। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের আগ্রহ দেখিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং বিশ্বজয়ী স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ‘আমরা চেষ্টা করব এটা (চুক্তি) তিন কিংবা আরো এক (বছর) বাড়াতে। এরপর দেখা যাক কী হয়। যতদিন আমার শরীর ঠিক থাকবে আমার মনোযোগও ঠিক থাকবে।’
পিএসজি
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চাই। কারণ দিনশেষে ফুটবল একটি দলীয় খেলা এবং দল হিসেবেই এটা জিততে হয়। ব্যক্তিগতভাবে বিশ্বসেরা হতে আমি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ খেলতে পছন্দ করি।’
‘সেরা হতে হলে অবশ্যই আপনাকে দলকে সহায়তা করতে হবে। কারণ আপনি দলের কাছে ঋণী। কাজেই আপনাকে জাতীয় দলের জন্য পারফর্ম করতে হবে।’