নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে (১-০) আগেই ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছিল ভিয়ারিয়াল। তাই বাভারিয়ানদের মাঠে নুন্যতম পয়েন্ট ভাগ করাই যথেষ্ট ছিল উনাই এমেরির দলের জন্য। সেটাই করেছে লা লিগার দলটি। বুন্দেসলিগার দলটির সাথে ১-১ গোল ড্র করেছে তারা। সেই সাথে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে জায়গা করে নিয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চের শেষ চারে।
বিদায় বায়ার্ন, শেষ চারে ভিয়ারিয়াল
দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা রাখল স্পেনের মাঝারি মানের দলটি। ২০০৫-০৬ মৌসুমে প্রথমবারের মতো ক্লাব সেরাদের প্রতিযোগিতার শেষ চারে খেলেছিল ইয়েলো সাবমেরিনরা।
সবশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলে বায়ার্ন মিউনিখ। তারপরের আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় বুন্দেসলিগার জায়ান্টরা। এবারও একই পরিণতি হল জুলিয়ান নাগেলসম্যানের দলের।
ভিয়ারিয়ালের উল্লাস
ম্যাচের শুরু থেকেই ভিয়ারিয়ালের ওপর ভয়ংকর হয়ে উঠেন রবার্তো লেভানডফস্কি, কিংসলে কোমান, সার্জি জিন্যাব্রি, থমাস মুলাররা। আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের বেশ কয়েকটি প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ে প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে। রক্ষণ থেকে বের হয়ে সফরকারীরাও গিয়েছিল কয়েকটি প্রতি আক্রমণে। তাতেও কাজ হচ্ছিল না।
আক্রমণের তোপ দাগালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ। বিরতি থেকে ফেরার ৭ মিনিট পর লেভার গোলে লিড নেয় স্বাগতিকরা। অতিথিদের ওপর আরও চড়াও হয় বায়ার্ন। তবে ব্যবধানে বাড়েনি ফিনিশিংয়ের অভাবে। অবশেষে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচে ফেরে ভিয়ারিয়াল। প্রতি আক্রমণে পরাশক্তিদের জাল কাঁপান চুকুইজে। মুলারদের আর ম্যাচে ফেরা হয়নি। শেষ চারে পা রাখে লা লিগার দল ভিয়ারিয়াল।