আর্জেন্টিনার কোপাজয়ী দলের অন্যতম সদস্য এমিলিয়ানো মার্টিনেজ। ক্লাব ফুটবলেও সমানতালে নিজের দক্ষতার জানান দিচ্ছেন এই গোলরক্ষক। এমন পারফর্মে মুগ্ধ হয়ে মার্টিনেজকে নিজেদের দলে দেখতে চান জুভেন্টাসের হেড কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এমনটাই দাবি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
এমিলিয়ানো মার্টিনেজ
২০১২ সালে আর্সেনালের মূল দলে যোগ দিলেও অবহেলিত থেকেছেন মার্টিনেজ। ধারে খেলে বেড়িয়েছেন এ ক্লাব থেকে ও ক্লাবে। অবশেষে ২০২০ সালে অ্যাস্টন ভিলায় নাম লিখিয়ে পায়ের নিচে মাটি খুঁজে পান ২৯ বছর বয়সী তারকা। ইংলিশ প্রিমিয়ার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে মাঠে নেমেছে তিনি।
জাতীয় দলে মার্টিনেজের জায়গা পাওয়াটা অনেকটাই কাকতালীয়। মূল গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ইনজুরিতে পড়লে গ্লাভস হাতে গোলবারের নিচে দাঁড়ান মার্টিনেজ। এরপরের গল্পটা সবার জানা।
লিওনেল মেসির আলিঙ্গনে মার্টিনেজ
ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকার সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়ে প্রায় তিন দশকের শিরোপাখরা কাটিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা ছিল মার্টিনেজের। শিরোপা নির্ধারণী ম্যাচে দিয়েছিলেন দারুণ কয়েকটি সেভ।
এদিকে, টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা থেকে বঞ্চিত হতে যাচ্ছে জুভেন্টাস। ঘুরে দাঁড়াতে দলকে ঢেলে সাজাবেন অ্যালেগ্রি। তার পরিকল্পনায় নেই বর্তমান গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনি। টিওয়াইসি স্পোর্টসের দাবি, মার্টিনেজকে পছন্দ ইতালিয়ান সিরিএ'র দলটির হেড কোচের। বিষয়টি নিয়ে নাকি ইতোমধ্যে ক্লাব কর্তাদের সাথে আলোচনাও করেছেন তিনি।
মার্টিনেজ মিশনে সফল হতে চাইলে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে জুভেন্টাসকে। কারণ ২০২৭ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলার সাথে চুক্তিতে আছেন আলোচিত এই ফুটবলার।