কোলন ক্যান্সারের চিকিৎসা নিতে সম্প্রতি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। যদিও গুরুতর কিছু নয়, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।
পেলে
এক বিবৃতিতে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন সাবেক তারকা খেলোয়াড়। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষা করাতে গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হন পেলে। সেবার তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে। এজন্য চিকিৎসকদের ছুরির নিচে যেতে হয় ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে। একমাস হাসপাতালে থাকার পর গত অক্টোবরের শেষদিকে বাড়ি ফেরেন। এরপর থেকেই নিয়মিত কেমোথেরাপি চলছে।
কেমোথেরাপি নিতে গত ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন পেলে। এরপর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে সাবেক ফুটবলারের। চিকিৎসা শেষে সে মাসের ২৬ তারিখ বাড়ি ফেরেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
সবমিলিয়ে গত কয়েক বছর ধরে অসুস্থতার মধ্য দিয়ে জীবন পার করছেন পেলে। ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতাল থেকে কিডনি অপসারণ শেষে ফেরেন সাও পাওলোতে। ২০১৪ সালে মূত্রনালীর সংক্রমণে আইসিউইতে ছিলেন কিছুদিন। পরে বাম পাশের কিডনির ডায়ালাইসিস করান। এছাড়া নিতম্বের সমস্যার কারণে হুইল চেয়ার ব্যবহার করতে হয় পেলেকে।