advertisement
আপনি পড়ছেন

টানা দুই বছরের দুর্দশা কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। গা ঝেড়ে দলটি এখন পুরোনো শক্তির জয়গান গাইছে। যদিও লিগ শিরোপা জয়ের জন্য তা যথেষ্ট নয়। চলমান আসরে স্পেনের শীর্ষ লিগের শিরোপা জয়ের খুব কাছে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মূলত নিজেদের দেরিতে ঘুরে দাঁড়ানোর জন্যই চিরপ্রতিদ্বন্দ্বীদের পক্ষে এটা সম্ভব হচ্ছে বলে মনে করছেন কাতালানদের তারকা খেলোয়াড় দানি আলভেজ।

real madrid team 5লিগ শিরোপা জয়ের খুব কাছে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর পেছনে দুটি বিষয় ভূমিকা রেখেছে। রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর গত নভেম্বরের শুরুর দিকে ব্লুগ্রানাদের হেড কোচ হন জাভি হার্নান্দেজ। এরপর জানুয়ারির দলবদলে স্প্যানিশ কিংবদন্তি ফুটবলারের নেতৃত্বে বেশ কয়েকজন তারকা ফুটবলারকে স্কোয়াডে টানে বার্সেলোনা। এরপর থেকেই নিজেদের ফিরে পেতে শুরু করে দলটি।

মৌসুমের দ্বিতীয় অংশে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাটলেটিক বিলবাও, রিয়াল মাদ্রিদের মতো বড় বড় দলগুলোর বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। অ্যাওয়ে লেগে গত ২১ মার্চ গ্যালাকটিকোদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সার্জিও বুসকেটসরা। সবশেষ গতকাল রিয়াল সোসিয়েদাদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

dani alvez 3দানি আলভেজ

মাঝপথে টেবিলের নয়ে নেমে যাওয়া বার্সেলোনা বর্তমানে দুই নম্বরে অবস্থান করেছে। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল সোসিয়েদাকে বিপক্ষে জয়ের পর বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘রিয়াল মাদ্রিদ ভাগ্যবান যে, বার্সেলোনা এত দেরিতে ঘুম থেকে উঠেছে। এজন্য আমরা এবার লিগ শিরোপার জন্য লড়াই করতে পারিনি। আমাদের অন্য উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে।’