আসন্ন গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রবার্তো লেভানডফস্কি, বেশকিছু দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যম তো লেভা-বার্সেলোনা চুক্তি নিয়ে একরকম নিশ্চিয়তাই দিয়ে রেখেছে। অবশেষে আলোচিত ইস্যুতে মুখ খুলেছেন হুয়ান লাপোর্তা। কাতালান সভাপতি বলছেন, বায়ার্ন মিউনিখ তারকার বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদিও কিছুদিন আগে বার্সার এক পরিচালক এ নিয়ে নেগেটিভ সংবাদ দিয়েছিলেন।
লেভানডফস্কি এবং লাপোর্তা
গত জানুয়ারির দলবদলে ফেররান তরেস, আদামা ত্রাওরে, পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের মতো ফরোয়ার্ডদের দলে ভিড়িয়েছে টেনেছে বার্সেলোনা। শক্তি আরও বাড়াতে আর্লিং হল্যান্ডকেও চেয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে নওয়েজিয়ান তারকাকে আনতে পারছে না কাতালুনিয়ার ক্লাবটি। বিকল্প হিসেবে তাই লেভাকেই ভাবা হচ্ছে।
এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, লেভার সাথে চুক্তি বিষয়ে আলোচনা করেছেন বার্সেলোনার হর্তাকর্তারা। সম্প্রতি রাস্তায় লাপোর্তাকে থামিয়ে সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড তারকা সম্পর্কে জানতে চান এক সমর্থক। হতাশ করেননি লাপোর্তা। তিনি বলেন, ‘আমাদের ক্লাবে লেভানডফস্কির যোগ দেওয়ার সম্ভাবনা বেশি।’
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখের সাথে লেভার চুক্তি শেষ হবে ২০২৩ সালের ৩০ জুন। ৩৩ বছর বয়সী খেলোয়াড়কে রেখে দিতে সব রকম চেষ্টা চালিয়ে যাবে জার্মান ক্লাবটি। কিন্তু বিষয়টা যে এত সহজ না সেটা জানা আছে বাভারিয়ানদের প্রধান কার্যনির্বাহী এবং কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানের।
সম্প্রতি গণমাধ্যমকে জার্মানির সাবেক তারকা বলেন, ‘অনেকেই ভাবেন চুক্তির আলোচনাটা বোধহয় অনলাইন গেমের মতো। ক্লিক করলেই চুক্তি নবায়ন হয়ে যাবে। কিন্তু বাস্তবতা আরও অনেক কঠিন। আপনাকে অনেক কিছুই ভাবতে হবে। লেভানডফস্কির মতো দারুণ ফর্মে থাকা খেলোয়াড়কে ধরে রাখা অনেক কঠিন।’