সবশেষ ম্যাচে ভিন্ন ভিন্ন কারণে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। এই দুই তারকার প্রত্যাবর্তনটা বেশি দীর্ঘ হল না। আজ রাতে লেন্সের বিপক্ষে ম্যাচেই তাদের পাচ্ছে প্যারিসের ক্লাবটি।
মেসি এবং নেইমার
চোটের কারণে মেসি এবং নিষেধাজ্ঞার কারণে ২১ এপ্রিল অ্যাঞ্জার্সের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তারকা জুটিকে ছাড়াই জেরার্ড বাটিকলের দলকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দুই নম্বরে থেকে ফরাসি লিগ ওয়ানের গত আসর শেষ করা দলটি।
দুদিন বিরতির পর লেন্সকে আতিথেয়তা দেবে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি আরম্ভ হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আসন্ন ম্যাচকে সামনে রেখে পিএসজির ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই বন্ধু মেসি এবং নেইমার।
লেন্সের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় করে নিতে পারলেই শিরোপা নিশ্চিত হবে পিএসজির। ৩৩ ম্যাচে মাওরিসিও পচেত্তিনোর দলের সংগ্রহ ৭৭ পয়েন্ট। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই। গতবারের শিরোপাজয়ী দল লিল অবস্থান করছে নয় নম্বরে। তাদের নামের পাশে আছে ৪৮ পয়েন্ট।