advertisement
আপনি পড়ছেন

দুর্দান্ত পারফর্ম করার পরও চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেননি মোহাম্মদ সালাহ। সেটা বাগিয়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। এবার সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার অপেক্ষায় আছেন লিভারপুলের মিশরীয় তারকা।

mohammad salah 10মোহাম্মদ সালাহ

লিগে ৩৭ ম্যাচ শেষে ২২ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে সবার ওপরে আছেন ২৯ বছর বয়সী সালাহ। ২১ গোল করে পরের স্থানটির দখল নিয়েছেন টটেনহাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান তারকা খেলোয়াড় সন হিউয়েন মিং।

তিন নম্বর জায়গাটির দখল নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে লিগে ১৮ বার জালে বল জড়িয়েছেন সাবেক জুভেন্টাস তারকা। সেরা গোলদাতা হতে চাইলে আজ নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অন্তত চারবার লক্ষ্যভেদ করতে হবে পর্তুগীজ দলপতিকে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হতে সালাহ ছাড়াও ডি ব্রুইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, জোয়াও ক্যানসেলো, জার্ড বোয়েন, বুকায়ো সাকা, সন হিউয়েন মিং, জেমস ওয়ার্ড প্রোস। লিগে এখন পর্যন্ত ১৫ গোল করেছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ব্রুইন। সিটিজেনদের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই বেলজিয়ান তারকা।