দীর্ঘদিন পর ইংল্যান্ডের তৃতীয় স্তরে খেলতে যাচ্ছে ডার্বি কাউন্টি। তার আগে প্রস্তুতিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাবটি। এমন সময় বাজে খবর শুনতে হলো ডার্বি কাউন্টিকে। পদত্যাগ করেছেন ক্লাবটির হেড কোচ এবং ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনি। এক বিবৃতিতে ডার্বি কাউন্টি বিষয়টি নিশ্চিত করেছে।
ডার্বি কাউন্টির হট সিটে আর দেখা যাবে না রুনিকে
সবশেষ ১৯৮৫-৮৬ মৌসুমে তৃতীয় স্তরে খেলেছে ডার্বি কাউন্টি। আসন্ন মৌসুমে রুনিকে ধরে রাখতে চেয়েছিল ইংলিশ ক্লাবটি। শেষপর্যন্ত তা সম্ভব হলো না। ম্যানেজার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকারের পরবর্তী ঠিকানা কোথায় হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রুনি বলেছেন, ‘ডার্বি কাউন্টি অসাধারণ ইতিহাস সমৃদ্ধ এবং দুর্দান্ত ভক্তদের নিয়ে গড়া একটি ক্লাব। আজ আমি প্রশাসকদের সাথে দেখা করে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম যে আমার ক্লাব ছাড়ার সময় এসেছে। তারা আমার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল। কিন্তু আমি এই সিদ্ধান্ত মন থেকে নিয়েছি।’
বিদায় বেলায় ক্লাবের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুনি, ‘চ্যালেঞ্জ নিয়ে ডার্বি কাউন্টিতে এসেছিলাম। আমি সেটা উপভোগ করেছি। ব্যক্তিগতভাবে অনুভব করি যে ক্লাবের এখন নতুন শক্তির নেতৃত্বে থাকা দরকার এবং এতে প্রভাবিত হবেন না। আমি অত্যন্ত গর্বের সাথে এবং স্নেহের সাথে ডার্বিতে আমার সময়কে মনে রাখব এবং তাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য আমার সমস্ত কর্মী, খেলোয়াড় এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি ডার্বি কাউন্টিকে কখনই ভুলতে পারব না। আশা করি অদূর ভবিষ্যতে এবং ভালো সময়ে আবার দেখা হবে।’