ভারতের মুম্বাই হামলার সন্দেহভাজন মূল পরিবকল্পনাকারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দি করেছে পাকিস্তান।
গতকাল সোমবার রাতে লাহোরের চৌবুর্জি এলাকার জামিয়া আল কাদসিয়া মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা।
বিসিবি ও দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হাফিজ সাঈদকে গৃহবন্দি করা হয়েছে। পাশাপাশি তার চার সহযোগীকে গ্রেফতারের আদেশ জারি করেছে মন্ত্রণালয়।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গৃহবন্দি থাকা সাঈদের বাড়িটিকে সাবজেল হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছিল সাঈদকে। ভারতীয় কর্তৃপক্ষের মতে সাঈদ সরাসরি জড়িত ওই হামলায়। আর সাঈদকে ধরতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে মুম্বাই হামলায় জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন হাফিজ সাঈদ।