যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘কড়া নজরদারির’ যে কথা বলা হয়েছে তা ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছে ইরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
গত সপ্তাহে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল ইরান। এই ঘটনা হজম করতে পারেনি যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এখন থেকে ইরানের ওপর আনুষ্ঠানিক কড়া নজরদারি শুরু করবে যুক্তরাষ্ট্র।’ ইরানের পরমানু বিষয়ে পরীক্ষা চালানোর সন্দেহ অনেক দিন ধরে করে আসছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর নিজেদের অবস্থান জানাল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের কোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই পরমানু বোমা বহন উপযোগী করে তৈরি করা হয়নি।
তিনি যোগ করেছেন, ইরানের সন্ত্রাসবিরোধী অব্যাহত লড়াইয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
বাহরাম কাসেমি আরও বলেছেন, ইসলামিক স্টোটের (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যের বৈধ সরকারগুলোর সঙ্গে যদি ইরান সহযোগিতা না করতো তাহলে এ অঞ্চলের অনেক রাজধানীই দখল করত সন্ত্রাসীরা।