বেইজিংয়ের সঙ্গে সংঘাত হলে টোকিওকে সমর্থন দিবে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের এমন মন্তব্যে ক্ষেপেছে চীন। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পূর্ব এশিয়ার শান্তি নষ্ট করে, পরিণাম ভালো হবে না।
সম্প্রতি জাপানে দুদিনের সরকারি সফরে আসেন ম্যাটিস। ট্রাম্পের নতুন এই প্রতিরক্ষমন্ত্রী যুদ্ধবাজ হওয়ার কারণে ‘পাগলা কুকুর’ কুখ্যাত।
জাপান সফরে চীনের সঙ্গে বিরোধপূর্ণ কিছু দ্বীপাঞ্চল নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন ম্যাটিস। এমন দাবি চীনের। হিয়াইউ নামের একটি দ্বীপকে জাপানের ভূখণ্ড বলে অভিহিত করেছেন তিনি। কিন্তু চীন বলছে, হিয়াইউ যে চীনের ভূখণ্ড, তা ঐতিহাসিক সত্য।
লু কাং বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ভুল মন্তব্য করা থেকে বিরত থাকা। একই সঙ্গে তাদের উচিত, পূর্ব শান্তি নষ্টকারী উদ্যোগ থেকে বিরত থাকা।