ছোট্ট এক কিশোর স্কুলের বাসে পরে ছিলো ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ক্যাপ। এতই সহপাঠীদের হাতে মার খেয়েছে সে। ওই ক্যাপ পরাই নাকি অপরাধ ছিলো তার!
এটা আগেই জানা গিয়েছিলো যে, আমেরিকার ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে যারা প্রেসিডেন্ট হয়েছেন, ট্রাম্প আছেন সে তালিকার শীর্ষ দিকেই।
ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই আমেরিকার বহু অঞ্চলে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অগণিত মার্কিন নাগরিককে। ট্রাম্পের শপথের দিনও, শপথ নেয়ার জায়গার কাছেই বিক্ষোভ প্রকাশ করেছেন হাজার হাজার মানুষ। ট্রাম্পের ক্যাপ পরায় সহপাঠীদের হাতে এই কিশোরের অপদস্থ হওয়াটা যেনো এরই ধারাবাহিকতা।
জানা গেছে, ওই কিশোরের উপর তার সহপাঠীরা এতোটাই ক্ষিপ্ত ছিলো যে, তাকে স্কুলবাসের ভিতরের কাঠামোর সঙ্গে চেপে ধরে তাকে মারছিলো। এ সময় সে কোনো মতে তার হাত থেকে ছুটে যায়।
এই ঘটনার পর ট্রাম্পের ‘সমর্থক’ কিশোরকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। তার সহপাঠীরা তার বিরুদ্ধে ‘বিভাজন’ বাড়ানোর অভিযোগ এনেছে। এই ঘটনায় আমেরিকার নতুন প্রজন্মের ট্রাম্পের প্রতি ঘৃণাটা আরো স্পষ্ট হয়ে উঠলো।