advertisement
আপনি দেখছেন

কলম্বিয়ায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় শত শত মানুষের প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেনাবাহিনী ইতোমধ্যেই ২৫৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে এখনো কয়েকশ মানুষ।

colombia land slide hundreds died

জানা গেছে, কলম্বিয়ার এই ভূমিধসের শিকার হয়েছে অন্তত ১৭টি অঞ্চল। অঞ্চলগুলোর আবাসিক বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অর্ধ সহস্রাধিক মানুষকে।

ভূমিধসের শিকার হওয়া অঞ্চলগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় সফরে গেছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন আক্রান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিন লাখ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এ দিকে উদ্ধারকাজে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। একজন সেনা কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, এতো বিপুল সংখ্যক লোককে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে যে, হাসপাতালও তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে।

জানা গেছে, টানা প্রবল বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধসের দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজও ঠিক মতো করা যাচ্ছে না খারাপ আবহাওয়ার কারণে। আশঙ্কা করা হচ্ছে, আরো অন্তত কয়েকশ মানুষের মৃত্যু হতে পারে এ ঘটনায়।