advertisement
আপনি দেখছেন

রোববার সকালে মিশরের তানতা ও আলেকজান্দ্রিয়ায় কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পৃথক দুটি এই ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এই ঘটনার পর দেশটিতে তিন মাসের জরুরী অবস্থা জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।

egypt church explosion

এর আগে মিশরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর সুরক্ষার জন্য প্রত্যেকটি স্থানে সেনা মোতায়েনের আদেশ দেন তিনি। এরপর জরুরী অবস্থা জারির ঘোষণা দেন।

এদিকে কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ‘আমাক’ নামে আইএসের ওয়েবসাইটে খ্রিস্টান সম্প্রদায়ের 'পাম সানডে'র অনুষ্ঠানে হামলা চালানোর কথা গোষ্ঠীটি স্বীকার করে। এছাড়া তারা আরও হামলা চালানোর হুমকি দেয়।

গতকাল রোববার মিশরের উত্তরাঞ্চলীয় তানতা শহরে সেন্ট জর্জ'স কপটিক চার্চে প্রথম আত্মঘাতী বিস্ফোরণটি হয়। এতে সেখানে অন্তত ২৭ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হন।

এই হামলার কয়েক ঘণ্টা পরই আলেকজান্দ্রিয়া শহরের আরেকটি গির্জায় দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই হামলায় একজন পুলিশ সদস্যসহ ১৫ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পরপরই প্রেসিডেন্ট সিসি ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সাথে বৈঠকে বসে দেশটিতে তিন মাসের জরুরী অবস্থা জারির ঘোষণা দেন।