advertisement
আপনি দেখছেন

তালেবান হামলায় এক সাথে বহু সংখ্যাক সেনা হত্যার ঘটনায় এক দিনের জাতীয় শোক ষোষণা করেছেন আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গনি। আজ রোববার এক দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে আফগানিস্তানে।

afganistan map

গত শুক্রবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের নিকটবর্তী একটি সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালায় তালেবান। সেনা সদস্যের ছদ্মবেশ ধরে কয়েক ঘন্টা যাবত ওই সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা। 

যাতে প্রায় দেড়শ সেনার নিহতের খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছে, এই হামলায় নিহত হয়েছেন ১৪০ আফগান সেনা। অনেকে বলছেন, নিহতের সংখ্যা আরও বেশি। আর আহত হয়েছেন আরও বহু সংখ্যাক সেনা সদস্য।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি হামলার স্থান পরিদর্শন করেছেন। আহতদের খোঁজখবর নিতে এবং তাদের সাথে কথা বলতে হাসপাতালেও গিয়েছেন। সে সময়ই রোববার অর্থাৎ আজ দেশটিতে জাতীয় শোক পালন করার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, নিহত সেনাদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

পাশাপাশি তালেবানদের এই হামলাকে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।