১১৬ জন আরোহী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। আজ বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নগরী মেইক এবং ইয়াঙ্গুনের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
বিমান নিখোঁজের খবর দেশটির সামরিক প্রধান এবং বিমান বন্দরের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজের মুহূর্তে বিমানটি আন্দামান সাগরের ওপর দিয়ে যাচ্ছিলো বলে জানানো হয়েছে।
মিয়ানমারের সামরিক প্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় ১-৩৫ মিনিটের সময় বিমানটি দাউই শহরে ২০ মাইল পশ্চিমে ছিলো। এ সময় কোনো জানান না দিয়েই কন্ট্রোল বোর্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
নিখোঁজের কারণ হিসেবে বিমানটির কারিগরি ত্রুটিকেই দায়ী করছেন সামরিক কর্মকর্তারা। কারন এ সময় আবহাওয়া পুরোপুরি ভাল ছিল। বিমানটির খোঁজে ইতোমধ্যেই আন্দামান সাগরের সন্দেহজনক এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলা জানানো হয়েছে।
সামরিক প্রধানের দপ্তর থেকে জানানো হয়, বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন। এদের অধিকাংশই উপকূলীয় অঞ্চলে মোতায়েন সামরিক বাহিনীর সদস্যদের পরিবার।