ভারতের মধ্য প্রদেশের একটি আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৫ জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।
জানা গেছে, ঘটনার সময় কারখানাটিতে অন্তত ৪৫ জন লোক কাজ করছিলো। এ সময় হঠাৎ করে আগুন লেগে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
এ সময় কারখানাটিতে বানিয়ে রাখা আতশবাজির মজুদ ছিলো। ছিলো প্রচুর বারুদও। আগুনের কারণে আতশবাজি এবং বারুদের স্তুপে একের পর এক বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৫ জন।
আহত অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে, তাদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে এ সব তথ্য জানা গেলেও, অন্য কিছুর সন্দেহও উপেক্ষা করা যাচ্ছে না। কারখানাটিতে আসলে আতশবাজিই তৈরি হচ্ছিলো, নাকি কোনো সন্ত্রাসী গোষ্ঠি বিস্ফোরক উৎপাদন করছিলো, এ বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।