আপনি পড়ছেন

ভারত-চীন সীমান্তে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। সীমান্ত লঙ্ঘন নিয়ে এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও চীন তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ১৯৬২ সালের যুদ্ধের আশঙ্কাকে উস্কে দিচ্ছে উভয় দেশ। পরষ্পর পরষ্পরকে দিচ্ছে নানারকম হুমকি-ধামকি। সীমান্তে নজরদারি বাড়িয়েছে দুই দেশই। বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে দুই দেশের শক্তিমত্তা নিয়ে।

india china war

সীমান্ত নিয়ে ভারত-চীনের যুদ্ধের ইতিহাস অনেক পুরনো। সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সালে প্রথমবারের মতো সংঘটিত হয় যুদ্ধ। সেবার চীনের কাছে পরাজিত হয়েছিল ভারত। এবারো সেকরম কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, চীনকে মনে রাখতে হবে এটা ১৯৬২ সাল নয় ২০১৭ সাল। তবে সামরিক যুদ্ধের বিভিন্ন সেক্টর পর্যালোচনা করে দেখা যাচ্ছে, সবক্ষেত্রে যোজন-যোজন এগিয়ে আছে চীন। তবে দু-একটি সেক্টরে কিছুটা এগিয়ে ভারত।

ভারতীয় গণমাধ্যম বলছে, চীনের আর্মি এয়ারফোর্সের কাছে যুদ্ধ করার মতো উড়োজাহাজ আছে মোট ২,৯৫৫টি। এগুলোর মধ্যে ফাইটার এয়ারক্রাফট ১,২৭১টি, অ্যাটাক এয়ারক্রাফট ১,৩৮৫টি, পরিবহণের জন্য রয়েছে ৭৮২টি, প্রশিক্ষণের জন্য রয়েছে ৩৫২টি। এছাড়াও অ্যাটাক করার মতো হেলিকপ্টার আছে ২০৬টি। সব মিলিয়ে মোট হেলিকপ্টার রয়েছে ৯১২টি।

আকাশ পথের সমরাস্ত্রগুলোর মধ্যে ভারতের ফাইটার বিমান রয়েছে ৬৭৬টি, অ্যাটাকিং উড়োজাহাজ ৮০৯টি, পরিবহনের জন্য রয়েছে ৮৫৭টি উড়োজাহাজ, প্রশিক্ষণ দেয়ার জন্য রয়েছে ৩২৩টি এয়ারক্রাফট, আক্রমণের জন্য হেলিকপ্টার আছে ১৬টি এছাড়াও অন্যান্য হেলিকপ্টার রয়েছে ৬৬৬টি। দুই দেশের তুলনা করলে দেখা যাচ্ছে, পরিবহন এয়ারক্রাফট বাদ দিয়ে সব সেক্টরে এগিয়ে রয়েছে চীন।

অন্যান্য সমরাস্ত্রের মধ্যে চীনের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৬,৪৫৭টি, সাজোয়া যুদ্ধযান রয়েছে ৪,৭৮৮টি। এছাড়াও সক্রিয় যুদ্ধবাহন রয়েছে ১,৭১০টি এবং রকেট প্রজেক্টর আছে ১,৭৭০টি। অন্যদিকে ভারতের যুদ্ধ ট্যাঙ্ক আছে ৪,৪২৬টি আর সাজোয়া যুদ্ধযান রয়েছে ৬,৭০৪টি । এছাড়াও সক্রিয় যুদ্ধবাহন রয়েছে ২৯০টি আর রকেট প্রজেক্টর রয়েছে ২৯২টি। ফলে সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে চীন।

চীনা নেভির কাছে কোরিয়ান একটি এয়ারক্রাফট, রণতরি ৫১টি, ডেস্ট্রয়ার ১১টি, যুদ্ধ জাহাজ ২৩টি, সাবমেরিন ১৫টি রয়েছে। এছাড়াও পেট্রোল ক্রাফট ১৩৯টি এবং মাইন ওয়ারফেয়ার শিপ রয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো পানিপথে ব্যবহৃত ভারতের অস্ত্রভাণ্ডার নিয়ে কোন তথ্য জানায়নি। তবে জানিয়েছে ভারত এই সেক্টরে অনেকটা এগিয়ে আছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুই দেশের দ্বৈরথে অনেকটাই এগিয়ে চীন।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.