advertisement
আপনি পড়ছেন

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের রিকশা চালক মোহাম্মদ নূর। গয়না ভর্তি ব্যাগ নিজের রিক্সায় পেয়ে তাঁর মালিককে ফিরিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনার পর সবার আছেই কার্যত ‘হিরো’ বনে গেছেন এই রিক্সাচালক।

ঘটনার শুরু নবমীর রাতে ইসলামপুর পৌর এলাকায়। ওই রাতে অনেক যাত্রী ওঠেন তাঁর রিক্সায়। অনেকক্ষণ রিক্সা টানার পর একটু বিশ্রাম নিতে দাঁড়ান তিনি এক জায়গায়। তখনই খেয়াল করেন একটা ব্যাগ পড়ে আছে তাঁর রিক্সায়। হাতে নিয়ে ব্যাগের চেইন খুলেই চক্ষু চড়কগাছ মোহাম্মদ নূরের।

প্রায় ৬ ভরির সোনার গয়নায় একদম ঠাসা ব্যাগটা। প্রথমে ভয় পেলেও একটু পর হুঁশ ফেরে তাঁর। ব্যাগের আসল মালিককে ব্যাগটা ফিরিয়ে দিতে রাস্তায় নামেন তিনি। গরীব বলে তাঁর কাছে মোবাইল ফোনও ছিলো না। তাছাড়া প্রযুক্তির ব্যাপারে একেবারেই অজ্ঞ মোহাম্মদ নূর এই ঘটনা এক বন্ধু রিক্সা চালককেও বলেন।

এরপর দু’জনে মিলে যান স্থানীয় এক পুজো কমিটির সদস্যকে। সেই ব্যক্তি পরে ব্যাগ ঘেঁটে বের করেন ব্যাগের মালিক কংগ্রেস রোডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রতন পালের ফোন নাম্বার। ফোন পেয়ে যেনো আকাশের চাঁদ হাতে পান রতন পাল ও তাঁর পরিবার।

অবশেষে রাত দু’টোয় সবাই মিলে থানায় হাজির হন। সেখানেই দেখা মেলে রতন পাল এবং মোহাম্মদ নূরের। ব্যাগ পেয়ে খুশিতে নূরের হাতে আড়াই হাজার টাকা তুলে দিয়েছেন রতনবাবু। বিশিষ্ট এই ব্যবসায়ী বলেন, ‘ওর সততার তুলনা হয় না। সংসারে যার এত অভাব, তিনি এত সৎ হতে পারেন, ভাবতেই পারছি না। কত বড় মাপের মানুষ উনি!’

 

আপনি আরও পড়তে পারেন

আইএমএফ: ৫ বছরের মধ্যে দেউলিয়া হবে সৌদি আরব

খড়ায় জেগে উঠলো ষোড়শ শতকের গীর্জা

ঘানা: শিক্ষাব্যবস্থা থেকে বাদ দিচ্ছে ইংরেজি মাধ্যম